説明
তোমাকে ছাড়া রাতের নিস্তব্ধতা গলা চেপে ধরে, প্রতিটা নিশ্বাস যেন কষ্টের বোঝা হয়ে উঠে। অভিমানের দেয়ালে বন্দি হয়ে আছি, যেখানে শব্দহীন কান্নারও অনুমতি নেই। তোমার নামে আজও আমার মনে ভালোবাসা জমে , কিন্তু ডাকতে গেলে শুধু শূন্যতা ফেরে। ভুলে যাবো বলে প্রতিশ্রুতি দিই, তবু স্মৃতির আঙিনায় তোমার ছায়া অমলিন থাকে।
bn
サンプル
1
Default Sample
তুমার মনের ভিতরে যে কথাগুলা লুকায়ে রাখছো, আমি জানি সেগুলা কেমন করে তোমারে কষ্ট দেয়। একটু একটু করে সব কথা বলো, দেখবা যে দুনিয়াটা আরও সুন্দর হয়ে উঠবে। মানুষের মন বুঝতে শিখলে জীবনটা সহজ হয়ে যায়।
