Tanvir Tomal

Tanvir Tomal

9 months ago
2
Total Use
0
Total Share
0
Total Likes
0
Total Saved
Use Voice

Description

বাংলা গানের কিংবদন্তি গীতিকার কাওসার আহমেদ চৌধুরী। তাঁর লেখা “আমায় ডেকো না, ফেরানো যাবে না”, “যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার”, “আজ এই বৃষ্টির কান্না দেখে”, “এই রূপালি গিটার ফেলে”, “কবিতা পড়ার প্রহর এসেছে”— এমন অসংখ্য জনপ্রিয় গান সংগীতপ্রেমীদের হৃদয়ে স্থায়ী আসন গেড়েছে। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি তিনি আমাদের ছেড়ে গেলেও, তাঁর সৃষ্টি আজও বেঁচে আছে। তাঁর মৃত্যুবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত হলো নতুন গান ‘ঋত্বিক স্মরণে’। গানটি উৎসর্গ করা হয়েছে কাওসার আহমেদ চৌধুরী এবং ঋত্বিক ঘটক—এই দুই শিল্পীমনকে, যাঁরা নিজেদের সৃষ্টির মাধ্যমে চিরকাল বেঁচে থাকবেন। গানটির কণ্ঠশিল্পী নাফিস কামাল জানান, এটি তাঁর জন্য বিশেষ আবেগের কারণ, তাঁর জীবনের প্রথম গান ‘এলোমেলো’-এর স্রষ্টাও ছিলেন কাওসার আহমেদ চৌধুরী, আর সুরকার ছিলেন নকীব খান। ১৯৯৯ সালে ‘ইত্যাদি’তে প্রচারের পর গানটি তখন দারুন প্রশংসিত হয়। দীর্ঘ বিরতির পর তিনি আবার ফিরে এলেন ‘ঋত্বিক স্মরণে’ গানের মাধ্যমে। গত ৬ ফেব্রুয়ারি, ঋত্বিকের প্রয়াণ দিবসে এক লাইভ আড্ডায় এসে শিল্পী নাফিস কামাল ঘোষণা দেন ২২ ফেব্রুয়ারি, কাওসার আহমেদ চৌধুরীর মৃত্যুদিবসে অফিসিয়াল মিউজিক ভিডিও রিলিজ করা হবে। ইতিমধ্যে গানটির অডিও ভার্সন ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় এবং শ্রোতাদের মধ্যে ভিন্নধর্মী এ গানটি দারুণ সাড়া ফেলেছে।

bn
Samples
1
Default Sample
বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, তোমার করুণা ও রহমতের দ্বারা আমাদের হৃদয়কে আলোকিত করো। আমাদের সঠিক পথে পরিচালিত করো এবং সকল অমঙ্গল থেকে আমাদের রক্ষা করো। আমিন।