নমস্কার নৌগা পদাপাড়া নিউ দিকপাল সংঘর পক্ষ থেকে সকল গ্রামবাসীদের জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা । আজ সন্ধ্যায় নিউ দিকপাল সংঘর পখ থেকে কিছু সংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে । অনুষ্ঠান গুলি হলো ছোটদের কবিতা আবৃতি , শঙ্খ ধনি , উলু ধনি , মোমবাতি জ্বালানো , মিউজিক্যাল চেয়ার , হারি ভাঙা , মিউজিক্যাল বল , ছোটদের নিত্য প্রতিযোগিতা , সব শেষে থাকছে ডান্স । যারা নাম লিখাবেন বা যারা দেখবেন বলে মনস্ত করেছেন । তারা আমাদের অনুষ্ঠান মন্টপে চলে আসুন ।
bn
Öffentlich
vor 3 Monaten
Proben
Es gibt noch keine Hörproben
