শুনতে ভালো লাগছে যে তুমি তোমার আর তোমার মেয়ের নামের ওপর ভিত্তি করে একটা গল্প চাও। এখানে তোমার জন্য একটা ছোট গল্প দেওয়া হলো: আব্দুল কাদের শেখের ছোট্ট রাজকন্যা আনাম, যার হাসি মুক্তোর মতো ঝিকমিক করত। বাবা তাকে কাঁধে তুলে নিয়ে রোজ বিকেলে বাড়ির পেছনের আম বাগানে যেতেন। কাদের শেখ মেয়েকে গাছের উঁচু ডালে বসা পাখির গল্প শোনাতেন। ছোট্ট আনাম মুগ্ধ হয়ে বাবার চোখে চোখ রেখে সেইসব গল্প শুনত। বাবা শেখের হাতে গড়া ছোট্ট নৌকা ছিল আনামের প্রিয় খেলনা। একদিন হঠাৎ বৃষ্টি নামলে আনাম কেঁদে ওঠে, কিন্তু কাদের শেখ তার চাদর দিয়ে মেয়েকে আগলে ধরে হাসেন। বাবা-মেয়ের এই ভালোবাসার গল্পে আনামের জগৎ ছিল বাবার কাঁধে আর কাদের শেখের পৃথিবী ছিল আনামের হাসিতে।
bn
há 3 meses
Amostras
Ainda não há amostras de áudio
