yuuu

yuuu

6 个月前
1
使用量
0
分享次数
0
总点赞数
0
收藏次数
使用声音

描述

রোজ বিকেলে রিনা আপু আসেন প্রথির বাসায় পড়াতে। ছয় বছরের প্রথি পড়তে একটু কম পছন্দ করে, বরং ছবি আঁকা আর গল্প শোনার দিকে বেশি আগ্রহ। তবুও রিনা আপু ধৈর্য ধরে পড়ান, আর মাঝে মাঝে ছোট ছোট গল্প বলে পড়ার প্রতি ভালোবাসা তৈরি করার চেষ্টা করেন। একদিন প্রথির মা বললেন, “আপু, প্রথি তো আপনাকে খুব পছন্দ করে। সারাদিন শুধু বলে, ‘রিনা আপু কবে আসবে?’ ” রিনা আপু হাসলেন, “আসলে প্রথি শুধু আমার ছাত্রী না, আমার ছোট বোনের মতো হয়ে গেছে।” সেদিন রিনা আপু একটু কাঁদো কাঁদো ছিলেন। প্রথির মা জিজ্ঞেস করলেন, “আপু, আপনি ঠিক আছেন?” রিনা আপু বললেন, “আব্বু হাসপাতালে ভর্তি। চাকরি করি বলে সবসময় পাশে থাকতে পারছি না। তবে প্রথির সঙ্গে সময় কাটালে সব দুঃখ ভুলে যাই।” পরদিন প্রথি একটি ছোট খাতা রঙ করে রিনা আপুর জন্য নিয়ে এলো। খাতার প্রথম পাতায় বড় করে লিখেছে, “রিনা আপুর জন্য ভালোবাসা 💕” রিনা আপু সেটা দেখে কেঁদে ফেললেন। ছোট্ট প্রথির ভালোবাসা যেন তাঁর হৃদয় ছুঁয়ে গেল।

bn
示例
1
Default Sample
আজ আমরা সকলে মিলে এই মহান অনুষ্ঠানে সমবেত হয়েছি। আমাদের সমাজের উন্নয়নের জন্য আমরা সবাই মিলে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক কল্যাণের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের সহযোগিতা কামনা করছি।