Description
বেলডাঙ্গার রাম নবমী ২০২৫ – ভক্তি, ঐক্য ও আনন্দের গল্প ২০২৫ সালের ৬ই এপ্রিল, রাম নবমীর শুভ দিনে বেলডাঙ্গা যেন নতুন রূপে সেজে উঠেছিল। গোটা শহরে ঢাক-ঢোল, মাইক থেকে ভেসে আসছে ভজন, আর সর্বত্র একটাই ধ্বনি—“জয় শ্রী রাম!” সকাল থেকেই মণ্ডপে ভক্তদের ভিড়। শহরের মাঝখানে বড়ো করে বানানো হয়েছিল ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি। ভাই ও বোনেরা, আজ আমরা একসাথে ভগবান রামের জন্মতিথি উদযাপন করছি। রাম শুধু একজন দেবতা নন, তিনি আদর্শ পুরুষ—‘মর্যাদা পুরুষোত্তম’। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় কীভাবে ধর্ম, ন্যায় ও সহিষ্ণুতার পথে চলতে হয়। আজকের দিনে আমাদের শপথ নিতে হবে—আমরা ধর্মের পথে চলবো, অন্যায়ের প্রতিবাদ করবো এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবো। রামের জয় মানে শুধু মন্দের পরাজয় নয়, ভালো মানুষের মধ্যে সাহস জাগানোর দিন। বেলডাঙ্গা বহু জাতি, বহু ভাষার আবাসভূমি। এখানেই আমরা দেখেছি, হিন্দু-মুসলিম একসাথে মেলা পালন করে, একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয়। এটাই আমাদের আসল শক্তি। জয় শ্রী রাম মানে শান্তি, ভক্তি ও ভালোবাসা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেলডাঙ্গা আলোয় ঝলমল করে, বাতাসে ভেসে বেড়ায় হালকা ধূপ আর প্রসাদের গন্ধ। আর এইভাবেই শেষ হয় ২০২৫ সালের রাম নবমীর স্মরণীয় দিন—এক অনন্য স্মৃতি হয়ে রয়ে যায় বেলডাঙ্গার হৃদয়ে।