Meena

Meena

20 天前
0
使用量
0
分享次数
0
总点赞数
0
收藏次数
使用声音

描述

আসসালামু আলাইকুম everyone মানব জীবনের শুরু থেকেই মানুষের দৈনন্দিন অনেক কিছুরই প্রয়োজন হয়। আর সেই প্রয়োজনের চাহিদা মেটানো হয় ক্রয় বিক্রয়ের মাধ্যমে। শুরুটা হয়েছিলো পণ্য বিনিময় দিয়ে আর এখন হয় আর্থিক লেন্দেনের মাধ্যমে। এখানে ক্রেতা অর্থ দিয়ে পণ্য ক্রয় করে, তবে আর্থিক কোন সুবিধা কিন্তু পায় না এখানেই আবির্ভাব হয় easy life merchant এর, যার উদ্দেশ্য শুধু বিক্রেতাই নয় ক্রেতাও আর্থিকভাবে উপকৃত হবে, মানে ক্রেতাও কেনাকাটার মাধ্যমে স্থায়ী ইনকামের সুযোগ পাবে সেটা কিভাবে? easy life মুলত community based digital platform তাই এর মালিকানা বা মুনাফা পুরো কমিউনিটিতে বন্টন করা হয়। মানে কমিউনিটির সবাই কোনো না কোনোভাবে এর অংশীদার এর ফলে মুনাফার বড় অংশ আবার কমিউনিটিতে ফেরত আসে। তাই কমিউনিটির সবাই এখানে স্থায়ী ইনকামের সুযোগ পায় এবং আর্থিকভাবেও উপকৃত হয় এর উদ্দেশ্য শুধু মাত্র কমিউনিটির সবার আর্থিক এবং সামাজিক উন্নয়ন তাই সবাইকে easy life merchant এর মত বিশ্বস্ত community তে আমন্ত্রণ জানাচ্ছি

bn
示例
1
Default Sample
আরে বাপরে বাপ, আজকে আবার রান্নাঘরে কত কাম। ডাল রান্দতে হবে, ভাত নামতে হবে, বাসন মাজতে হবে। সকাল থেকে পাও রাখার জায়গা নাই, আর পেটও খালি। কি করুম কি করুম।